logo ১১ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৪ ১৭:২৮:০২
image

ঢাকা: মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার মোর্শেদ চৌধুরীকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব এ কে এম শওকত আলম মজুমদারকে (অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা হিসেবে বদলীর আদেশাধীন) মন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


পিরোজপুর জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসান হাবিবকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) খালেদ মোহাম্মদ জাকীকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এজে)