logo ১১ মে ২০২৫
নির্বাচনের আগের দিন গজারিয়ায় ওসি বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৪ ২১:২০:০২
image

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের স্থগিত মুন্সীগঞ্জের গজারিয়ার নয়টি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে আগামীকাল ভোট হওয়ার কথা রয়েছে। ভোটের আগের দিন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হচ্ছে।


মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এবং কমিশনের সম্মতিদানের একটি চিঠি পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সূত্র মতে, গজারিয়ায় দায়িত্ব পালন করছিলেন ফরিদ উদ্দীন। তাকে মুন্সীগঞ্জের পুলিশ লাইনে পাঠানো হচ্ছে। তার স্থলে দায়িত্ব দেয়া হচ্ছে আবু বক্কর সিদ্দিকী পিপিএমকে। পুলিশ সদরদপ্তরের চাহিদার ভিত্তিতে ইসি তাকে বদলির সম্মতি দিয়েছে বলে জানা গেছে।


গত ২৩ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটের দিন মুন্সীগঞ্জের গজারিয়ায় নয়টি কেন্দ্রে সহিংসতা, দায়িত্বে অবহেলা ও ভোট কারচুপির অভিযোগ এনে ২৮ মার্চ গজারিয়া থানার ওসি মামুনুর রশীদকে ক্লোজড করা হয়। তখন তার বদলে ফরিদ উদ্দীনকে দায়িত্ব দেয়া হয়।


(ঢাকাটাইমস/৮ এপ্রিল/ইরা/এজে)