বিএসইসি চেয়ারম্যানের চুক্তি ভিত্তিক মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৪ ১৭:১৫:২৪
ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসি চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ১৫ মে ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বৃদ্ধি করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে পজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এজে)