আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী পরিচালক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৪ ১৬:৫৫:৪৪
ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রকল্পের সাবেক বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল লতিফকে বর্তমান পদ হতে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রত্যার্পণ করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ এপ্রিল/এজে)