logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৪ ১৭:৪৭:২৮
image

ঢাকা: কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলামকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।


পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম মকিয়া বেগমকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে প্রেষণে কর্মরত সহকারী কর কমিশনার মিজ ইরিন ইসলাম জুলিকে তার নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


ঢাকা বাণিজ্যিক অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুল মালেককে বিসিএস প্রশাসন একাডেমির হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এজে)