logo ১০ মে ২০২৫
উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৪ ১৬:৩৫:১৫
image


ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপসচিব মো. সায়েদুল ইসলামকে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিশনের শ্রম উইংয়ের কাউন্সেলর (শ্রম) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপসচিব এএসএম জাকির হোসেনকে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম উইংয়ের কাউন্সেলর (শ্রম) পদে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।

এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. সারোয়ার আলমকে সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর (শ্রম) পদে বদলি করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ড. মো. সিরাজুল ইসলামকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর (শ্রম) করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব এস.এম. জাকারিয়া হককে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর (শ্রম) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক আব্দুল লতিফ খানকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেল (শ্রম) হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশিক্ষণ) পদে প্রেষণে যোগদান করা নন-ক্যাডার কর্মকর্তা সহকারী সচিব মো. বশির আহমদকে বর্তমান পদ হতে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/ ১৬ এপ্রিল/ এইচএফ/ ১৬.৩৩ঘ.)