logo ১৭ মে ২০২৫
চিকিৎসকদের আন্দোলনের মুখে অতিরিক্ত এসপি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৪ ১৭:৩৫:০৮
image


ঢাকা: বারডেমের ডাক্তারদের আন্দোলনের মুখে অবশেষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।ডাক্তারদের উপর হামলার ঘটনায় এই পুলিশ অফিসারকে দায়ি করে তাঁর শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন বারডেমের চিকিৎসকরা।



শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবিলম্বে ঐ পুলিশ অফিসারকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পুলিশ অফিসারকে শাস্তি দেয়া না হলে পুলিশ বিভাগকে স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান বন্ধ করে দেয়া হবে।



গত ১৩ এপ্রিল রাতে বারডেম জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসদেরকে এবিএম মাসুদের নেতৃত্বে মারধর করা হয়।



(ঢাকাটাইমস/ ১৬ এপ্রিল/ এইচএফ/ ১৭.৩২ঘ.)