logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৪ ১৮:২৯:২৭
image

ঢাকা: ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহরুল ইসলামকে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।


বাংলাদেশ বেতারের উপ-স্টেশন (কারিগরি কার্য) প্রকৌশলী সমীর রঞ্জন বিশ্বাসকে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এমপির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে তিন জনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


এছাড়া ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে ১৯ জনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


ঢাকা রেলওয়ে অডিট অধিদপ্তরের নিরীক্ষণ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আ ফ ম মো. জামাল উদ্দিন খানকে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ শীর্ষক প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মুন্সী মাহবুবুর রহমান, মেজর এস এম শাহেদুজ্জামান ও মেজর কাজী ইশরাত জাহানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ সাদেক মাহমুদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এজে)