logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৪ ১৭:০৫:৪০
image

ঢাকা: রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম খাতুনে জান্নাতকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।


বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৭ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা, ১৯৮০ এর বিধি-৮ অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী মাহবুব উর রহমান, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাহিদ ইকবাল, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম তানিয়া আফরোজ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাকিউল ইসলামকে যোগ দেয়ার তারিখ হতে (০১/০৮/২০১১) বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিতে স্থায়ী করা হয়েছে।


যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সহকারী একান্ত সচিব হিসেবে প্রভাষক (ব্যবস্থাপনা) আবুল তাহের মো. মফিদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। 


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এজে)