প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ এপ্রিল, ২০১৪ ১৯:২৮:১৬

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের একান্ত সচিব হিসেবে মানিকগঞ্জ পৌরসভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিলনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের নিয়োগের মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম রাশিদা চৌধুরীকে তার অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর এবং অবসর ভাতা প্রাপ্তির সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ ইরফান শরীফকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে।
পর্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের পরিচালক (উপসচিব) এস এম জাকির হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু তালেবকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. খলিলুর রহমানকে বাংলাদেশ শিশু একাডেমির ‘Enabling Environment for Child Rights (EECR)’ শীর্ষক প্রকল্পের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রাইভেটাইজেশন কমিশনের সচিব (উপসচিব) ড. মো. ইউনুস আলী প্রামাণিককে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত জ্যেষ্ঠ সহকারী সচিব সেকান্দার হায়াত রিজভীকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার মো. লুৎফর রহমানকে সিলেট সিটি করপোরেশনের সচিব পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এজে)