logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৪ ১৭:১৬:১৯
image

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) এ ইউ এস এম সাইফুল্লাহকে আগামী ২৯ এপ্রিল ২০১৪ তারিখের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Bangladesh Economic Growth Program (BEGP)” শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নাহলে ৩০ এপ্রিল ২০১৪ তারিখ বিকালে তাকে তার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে ঘোষণা করা হবে।


গত ১৯ জানুয়ারি জনপ্রশাসন মন্তণালয়ের এক প্রজ্ঞাপনে এ ইউ এস এম সাইফুল্লাহকে বদলির আদেশ দেয়া হলেও আজো তিনি তা মানেননি।


পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. ইসমাইল হোসেনকে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে নিয়োগ করা হয়েছে।


বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬ জন কর্মকর্তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাব্বী মিয়াকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।


শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর একান্ত সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রধান মো. আল-আমিন সরকারকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এজে)