মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ এপ্রিল, ২০১৪ ১৫:১০:৫৭
ঢাকা: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযুদ্ধের সনদ নেওয়ার অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সূত্র জানায়, চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, এমন কর্মকর্তাদের মধ্যে অন্তত চারজন সচিব, একজন যুগ্ম-সচিব ও একজন সাবেক সচিব রয়েছেন।
গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এসব তথ্য জানা গেছে। এরপর আজ এ সিদ্ধান্ত নেওয়া হলো।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএম)