logo ১০ মে ২০২৫
মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ এপ্রিল, ২০১৪ ১৮:০১:৪৯
image

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আসাদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হাই আল মাহমুদকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হককে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ আলীকে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) বেগম অপর্ণা বৈদ্যকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) বেগম হুরে জান্নাতকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।


(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এজে)