logo ১০ মে ২০২৫
নারায়ণগঞ্জে নতুন ডিসি এসপি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৪ ১৮:০৭:৩৫
image

ঢাকা: টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করছিলেন।


একই সঙ্গে নরসিন্দির পুলিশ সুপার (এসপি) ড. মহিদ উদ্দিনকে নারায়নগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।



এরআগে নারায়ণগঞ্জে সাত জন অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালকে বদলি করা হয়েছে। তাকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বানানো হয়েছে। একইসাথে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও র‌্যাবের সিওকেও বদলি করা হয়। 



বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব হোসেনকে টাঙ্গাইলের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।


রাজধানীর পাশেই নারায়ণগঞ্জ জেলাটি গত কয়েক বছর ধরেই অপরাধমূলক ঘটনায় বার বার আলোচনায় উঠে আসছে। গত ১৬ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহরণ করা হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে। অপহরণের ৩৫ ঘণ্টা পর তাকে অপহরণকারীরা ছেড়ে দেয়।


এরপর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে দিনদুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নিখোঁজ হন স্থানীয় আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক। পরে আজ বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর দুই সহযোগী এবং এডভোকেট চন্দন কুমার সরকারের ড্রাইভারের লাশ শীতলক্ষ্যা নদী থেকে ‍উদ্ধার করা হয়।



রাঙামাটির কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাহার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।


পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম নিলুফা ইয়াসমিনকে রাজশাহী বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


ঢাকা তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাজী ফয়সালকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হোসেনকে টাঙ্গাইল জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এজে)