logo ১০ মে ২০২৫
রাজউকের পরিচালক আব্দুল হামিদ জমাদ্দার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৪ ১৯:৫৪:৪৯
image

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল হামিদ জমাদ্দারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক পদে নিয়োগের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ শিশু একাডেমির ‘Enabling Environment for Child Rights (EECR)’ শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. আমিনুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ এস্টেট অফিসার পদে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আয়েজুদ্দিন আহমেদকে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচলক পদে নিয়োগের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব)(নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত) ড. শেখ মো. রেজাউল ইসলামকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এজে)