আবুল কালাম আজাদের একান্ত সচিব কামরুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৪ ১৭:৫৫:৩৩

ঢাকা: ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের একান্ত সচিব হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম কামরুল ইসলামকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এস সাইদুল ইসলাম খানকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পরিচালক (কনসালটেন্সি ও রিসার্চ) পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
যশোর জেলা পরিষদের সচিব মো. নুরুজ্জামানকে পিরোজপুর জেলার অতিরিক্ত প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
সড়ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব বেগম জিন্নাত রেহানাকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন) মো. আব্দুল হাই আল মাহমুদকে কুমিল্লা জেলার অতিরিক্ত প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম মেরিনা নাজনীনকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বেগম শারমিন জাহানকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এজে)