প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ এপ্রিল, ২০১৪ ১৭:৩৪:৪৩

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ ইরফান শরীফকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের উপপরিচালক এস এম মনজুর আহমেদকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ‘Dhaka Mass Rapid Transit Development Project (DMRTDP)’ শীর্ষক প্রকল্পের ব্যবস্থাপক (Finance & Accounts) পদে প্রেষণে নিয়োগের জন্য সড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম কানিজ ফাতেমা এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম রীডা চাকমাকে যোগদানের তারিখ হতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের চাকরিতে স্থায়ী করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) সৈয়দ এনামুল কবির এবং মো. আব্দুল ওয়াহাব রাশেদের নিয়োগের মেয়াদ ৫/৫/২০১৪ থেকে ২৪/৫/২০১৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এজে)