logo ১০ মে ২০২৫
মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৪ ১৭:১৪:৩০
image

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশির একান্ত সচিব হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণ-সংযোগ) মো. রফিকুল ইসলামকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মতিনকে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।


নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার বেগম আফিয়া আক্তারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাসুমুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ভোলা জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আরিফকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার দেবী চন্দকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক এ বি এম ইফতেখারুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার বেগম নাসরিন সুলতানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।


ঢাকা কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিসিএস প্রশাসন একাডেমিতে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত এ বি এম শামছুল হুদাকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের লক্ষ্যে অর্থ বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


ইসি সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের সহকারী পরিচালক বেগম শামীমা সুলতানাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘ইংলিশ ইন অ্যাকশন’ শীর্ষক প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/এজে)