logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৪ ১৭:০৮:৫০
image

ঢাকা: ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. নাজমুছ সাদাত সেলিমকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রাইভেটাইজেশন কমিশনের উপপরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ নান্নু মোল্লাকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) পদে নিয়োগের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. নজরুল ইসলামকে সরকারি আবাসন পরিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মো. ফসি উল্লাহকে ‘National ICT Infra-Network for Bangladesh Government Phase-II (Info sarker)’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।


পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব) মো. নূরুল আলমকে বাগেরহাটে মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব পদে নিয়োগের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. এ কে এস মাহবুবুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের অর্থ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিজয় কৃষ্ণ দেবনাথকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


রজাশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) ড. এ এন এম বজলুর রশিদকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সার্কেলের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসক পদে নিয়োগের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।  


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/৪ মে/এজে)