না.গঞ্জের এএসপিকেও সরিয়ে নেয়া হলো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৪ ১২:০৬:৫১
ঢাকা: নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার(এসএসপি) শহিদুল ইসলামকেও আজ প্রত্যাহার করে নেয়া হলো। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে সুব্রত কুমার হালদারকে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ মোট সাত জনকে একই দিন অপহরণের পর খুন হওয়ার পরপরই নারায়ণগঞ্জের ডিসি, এসপি, র্যাব-১১ এর সিও, দুই থানার ওসিসহ মোট সাত কর্মকর্তাকে একই দিন প্রত্যাহার করার পর পুলিশের এএসপিকেও আজ রবিবার সরিয়ে নেয়া হলো।
সাত খুনের প্রতিবাদ ও খুনীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে আজ জেলা আইনজীবীদের ডাকে আজ নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
(ঢাকাটাইমস /০৪ মে /এআর / ঘ.)