প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মে, ২০১৪ ১৭:৫৪:০২

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মুশীদুল হক খানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী সচিব (পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত) মো. মোতাহার হোসেনকে চট্টগ্রাম সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. রকিবুল হাসানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান পদে নিয়োগের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো হিসেবে বদলির আদেশাধীন) মো. মিজানুর রহমানকে সিলেটে স্থানীয় সরকার বিভাগের পরিচালক পদে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সিদ্দিকুর রহমানকে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।
প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ড. সৈয়দ নেছার আহমেদ রুমীকে প্রাইভেটাইজেশন কমিশনে নিয়োগ করা হয়েছে।
সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক গৌতম কুমার ঘোষকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেইনকে নির্বাচন কিমশন (ইসি) সচিবালয়ের ই আর সি প্রকল্পের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. শহিদুল্লাহকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মোশাররফ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে কর্মসূচি ভিত্তিক নেটওয়ার্কিং প্রকল্পের পরিচালক মঞ্জুরুল কাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব এস এম এহসান কবীরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) পদে নিয়োগ করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫ মে/এজে)