ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. আহমেদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমদকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ এস এম মাহবুবুল আলমকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
সাভারের এম ডি এস, বি পি এ টি সি’র মো. আকরাম হুসেইনকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালাহউদ্দিন মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পি ডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এস এম হারুন-অর রশিদকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) স্বপন কুমার সরকারকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত, অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ দেয়া হয়েছে।
সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আলী মোস্তফা চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. বজলুল হক বিশ্বাসকে শিক্ষা মন্ত্রণালয়ের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের পরিচালক বেগম কানিজ ফাতেমা এন ডি সিকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম মাফরুহা সুলতানাকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন এস এম আশরাফুল ইসলামকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবির খানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ মে/এজে)