ঢাকা: ৭ খুনের ঘটনায় পুলিশ প্রশাসনে ফের রদবদল করা হয়েছে। এরই অংশ হিসাবে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ৭ খুনের মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আউয়ালকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন এ কথা জানান।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, বদলি হওয়া কর্মকর্তারা হলেন-৭ খুনের মামলার তদন্ত (সাবেক) কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে দায়িত্ব দেয়া হয়েছে নব নিযুক্ত পরিদর্শক মামুনুর রশিদ মন্ডলকে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে টাঙ্গাইলে ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনকে মুন্সিগঞ্জে বদলি করা হয়েছে।
এরও আগে মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজলুল হক তালুকদার।
পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের মামলাটি পুলিশ সুপারের কার্যলয়ে হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/৮মে/এএ/ এআর/ ঘ.)