না.গঞ্জে ওসিসহ ৮১ পুলিশ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৪ ২২:০৫:৪৮

নারায়ণগঞ্জ: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। একযোগে ৪০ জন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবং ৩৯ জন্য সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) বদলি করা হয়েছে।
এছাড়া ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এআইজি (মিডিয়া) জালালুদ্দিন আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরের দিকেই দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। সন্ধ্যার পর বাকিদের বদলির বিষয়টি ঘোষণা করা হয়।
জেলা পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বড় ধরণের এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড.মহিদ উদ্দিন সাংবাদিকদের দৃঢ়তার সঙ্গে বলেছেন, নারায়ণগঞ্জকে একটি সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে চাই।মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে চাই।
নারায়ণগঞ্জে আরো অনেক পরিবর্তন আসবে উল্লেখ করে এসপি বলেন, অপরাধীরা কেউ পার পাবে না, সাত খুনের ঘটনার তদন্তে যার নামই আসবে তাকেই গ্রেপ্তার করা হবে।এ হত্যাকাণ্ডে অনেককেই গ্রেপ্তার করা হবে।তিনি বলেন, এটি একটি বড় ধরণের হত্যাকাণ্ড। তদন্তে একটু সময় নিবে কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জবাসীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যা যা করা দরকার সবই করা হবে।
যাদেরকে বদলি করা হয়েছে তারা সবাই জেলার ডিবি,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যায়।অনতিবিলম্বে এ রদবদল কার্যকর হবে বলে তিনি জানান।
সর্বশেষ কাউন্সিলর নজরুলসহ সাত জনকে অপহরণ করে খুনের ঘটনার পরপরই নারায়ণগঞ্জের ডিসি, এসপি ও র্যাবের তিন কর্মকর্তাসহ সাত জনকে প্রত্যাহার করা হয়।
(ঢাকাটাইমস/৮ মে/এজে/ এআর/ ঘ.)