logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৪ ১৭:৫৬:২৬
image

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক (দর্শন) বেগম সেলিনা জামানকে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।


দেশের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫ জ্যেষ্ঠ নার্সকে বদলি করে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স পদে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশ লোক ও করুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।


পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ নায়েব আলীকে বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর জ্যেষ্ঠ সহকারী সচিব পদে নিয়োগের লক্ষ্যে তার চাকরি অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।


কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলীকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান কবিরকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি এম আতিকুর রহমানকে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. মো. আবরার কায়সারকে পিলখানার বর্ডার গার্ড হাসপাতালে কার্ডিওলজিস্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেনকে পিলখানার বর্ডার গার্ড হাসপাতালের মেডিকেল অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে।


নেত্রকোণার কেন্দুয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনুপ কুমার রায়কে শিল্প মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১ মে/এজে)