logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৪ ১৮:২৪:১৯
image

ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের উপ-পরিচালক মো. ফখরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল খায়ের এনডিসিকে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. অহিদুল ইসলাম তালুকদার এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. গাজী ফিরোজ রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আমজাদ হোসেনকে সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সংযুক্ত) সিস্টেম অ্যানালিস্ট মো. রবিউল ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (সিস্টেম ও প্রশিক্ষণ) উপ-পরিচালক পদে স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৯ মে/এজে)