জ্যেষ্ঠ সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৪ ১৭:৫১:১৬
ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ এনাম চৌধুরীকে বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর জ্যেষ্ঠ সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (স্টাডি লিভ শেষে যোগদানকৃত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মোহাম্মদ জিয়াউল হককে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী মো. মাসুদুর রহমান ভূইয়াকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১ মে/এজে)