আবুল কালাম আজাদের একান্ত সচিব মিজানুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৪ ১৯:০৯:৫২
ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপির একান্ত সচিব হিসেবে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. মিজানুর রহমানকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম শামীম আরা নীপাকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরের (বিসিসি) সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম সারওয়ারকে ‘Capacity Building on Information Technology Engineers Exam (ITEE)’ শীর্ষক প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১ মে/এজে)