logo ০৯ মে ২০২৫
প্রশাসনে অতিরিক্ত ও যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মে, ২০১৪ ১৮:৫৮:৫২
image

ঢাকা: বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম নুর জাহানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আলমগীরকে পরবর্তী পদায়নের জন্য এপিডি অণুবিভাগে ন্যস্ত, ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) নুর মোহাম্মদকে ওএসডি করা হয়েছে।


ঢাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার দাসকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলম এনডিসি’কে ভূমি সংস্কার বোর্ডের সদস্য করা হয়েছে।


বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রহমান মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ম. মজিবুর রহমান আল-মামুনকে ওএসডি করা হয়েছে।


সচিবালয় শাখায় ন্যস্তকৃত সিনিয়র সহকারী সচিব খন্দকার মনোয়ার মোর্শেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৫মে/এমএম)