logo ০৯ মে ২০২৫
উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৪ ১৭:৩১:১৬
image

ঢাকা: জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মো. শাহেদ আলীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের Higher Education Quality Enhancement Project (HEQEP) এর প্রোগ্রাম অফিসার পদে নিয়োগের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


কাজী এনামুল হাসানকে (উপ-সচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (উপ-সচিব) পদে বদলি করা হয়েছে।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) বেগম সিদ্দিকা আকতারকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।


প্রাইভেটাইজেশন কমিশনের সচিব (উপ-সচিব) (ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) ড. মো. ইউনুস আলী প্রামাণিককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৬ মে/এজে)