logo ০৯ মে ২০২৫
ফেনীতে ৮ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনকে প্রত্যাহার
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৪ ১৩:৩৬:২৯
image

ফেনী: ফেনী সদর থানার আট পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনকে বদলি করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় তাঁদের এই বদলি করা হয়।


রবিবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বদলির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জনস্বার্থেই এসব পুলিশ সদস্যকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। তাছাড়া এটা একটা রুটিনওয়ার্কও।’


বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন ও এস আই শেখ আবুল ফারুককে পরশুরাম, এস আই গোলাম হাক্কানীকে ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্র, এস আই মেজবাহ উদ্দিনকে সোনাগাজীর আদর্শ কেন্দ্রে, এস আই জোবেদা নাহারকে সোনাগাজী, এরশাদ উল্লাহকে ফুলগাজী, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেনকে ডিএসবি ও গোয়েন্দা কর্মকর্তা (ডিএসবি) সোহেলকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে। এছাড়া ২০ পুলিশ কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এমআর/ঘ.)