logo ০৯ মে ২০২৫
না.গঞ্জ থেকে ৫ এসআই ও ২ এএসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৪ ০০:০৭:৪০
image

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার তিন থানা থেকে পাঁচ এসআই ও দুই এএসআইসহ সাত পুলিশকে নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।


প্রশাসনিক কারণে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তারা হলেন- সোনারগাঁও থানার দুই এসআই আবদুল হক শিকদার ও হারুন অর রশিদ, রূপগঞ্জ থানার দুই এসআই শেখ ফরিদ ও আলী আশরাফ, এএসআই মাজহার হোসেন, আড়াইহাজার থানার এসআই আবদুল আলীম ও এএসআই কাজিম।


নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের রিজার্ভ অফিসার রণদিস কৃষ্ণ মজুমদার সাত জনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।


উল্লেখ্য, নারায়ণগঞ্জের আলোচিত সেভেন ‘মার্ডার’ ঘটনার পর ওই সময়কার ডিসি, এসপি, দুই থানার ওসিসহ পুলিশ প্রশাসনের অর্ধশত কর্মকর্তাকে বদলী করা হয়েছিল।


(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/এমআর/ঘ.)