আতাইকুলা থানার ওসি ক্লোজ
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৪ ২১:৩৩:২৯
পাবনা: পুষ্পপাড়ায় চার খুনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে ক্লোজ করে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আকরাম হোসেনকে আপাতত পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ ইন্সপেক্টর আইজুল ইসলামকে আতাইকুলা থানার ওসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বুধবার সকালে ওসি হিসেবে যোগ দেন।
গত ১ মে রাতে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে আওয়ামী লীগের চার কর্মী সুলতান মাহমুদ, ফজলুর রহমান ফজলু, আব্দুস সালাম ও রফিকুল ইসলামকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
(ঢাকাটাইমস/০৪ জুন/এজে)