logo ০৯ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৪ ১৯:৪০:৫৫
image

ঢাকা: গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এ ন্যস্ত করা হয়েছে।


খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


নেত্রকোনার হারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। 


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। 


নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। 


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১০ জুন/এজে)