logo ০৯ মে ২০২৫
উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৪ ১৮:৩১:১১
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের (রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. রফিকুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক পদে বদলির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) নিশ্চিন্ত কুমার পোদ্দারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব পদে বদলির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।


উপ-সচিব মোহাম্মদ ইরফান শরীফকে (‘রাঙ্গামাটি চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের পরিচালক পদে বদলির আদেশাধীন) চট্টগ্রাম কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক পদে বদলির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) বেগম শাহনেওয়াজ দিলরুবা খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে বদলির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. গোলাম মওলাকে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বদলির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আনোয়ারুল হককে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার পদে বদলির লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. আব্দুর রাজ্জাক সরকারকে  বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদে বদলি করা হয়েছে।


গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব জিল্লুর রহিম শাহরিয়ারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. জেহসান ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।  


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব জগদীশ চন্দ্র বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) পদে বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/৫ জুন/এজে)