logo ০৯ মে ২০২৫
উপ-সচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৪ ১৯:৩৬:৩১
image

ঢাকা: উপ-সচিব (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিব পদে বদলির আদেশাধীন) মো. ফয়সাল শাহকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার পদে নিয়োগের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিমকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমানকে বেতন ও চাকরি কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।  


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১০ জুন/এজে)