logo ১৭ মে ২০২৫
পাঁচ বিচারপতির শপথ কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৪ ২২:০৫:২১
image

ঢাকা: কাল বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া পাঁচ বিচারপতি শপথ নিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো.  মোজাম্মেল হোসেন ওই পাঁচ বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।


সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


পাঁচ বিচারপতি হলেন, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।


সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ৯ জুন  হাইকোর্ট বিভাগে এই পাঁচ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। শপথগ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।


২০১২ সালের ১৩ জুন এই পাঁচ বিচারপতিকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরের দিন তারা শপথ নেন। ওইদিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়।


তবে একই সময়ে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি এ বি এম আলতাফ হোসেনকে এখনো পর্যন্ত স্থায়ী করা হয়নি।


(ঢাকাটাইমস/১১জুন/ এএসএ)