logo ০৯ মে ২০২৫
উপ ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৪ ১৮:০১:০৬
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) ড. মো. মহিউদ্দিনকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশনের (বিএভিএস) প্রাশাসক পদে বদলির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জ্যেষ্ঠ সহকারী সচিব (সচিবালয় শাখায় ন্যস্তকৃত) মিনা মাসুদ উজ্জামানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের (জ্যেষ্ঠ সহকারী সচিব) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ কবীরকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের (জ্যেষ্ঠ সহকারী সচিব) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতীন কুমার কুনডুকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় ন্যস্ত করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৫ জুন/এজে)