logo ০৮ মে ২০২৫
বিটিসিএলের নতুন এমডি মো. শাহনেওয়াজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৪ ১৭:২৭:১১
image

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহনেওয়াজ।


গত রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।


মো. শাহনেওয়াজ বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তা এবং বিটিসিএলের সাবেক সদস্য (অর্থ)। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে সরকারি চাকরিতে যোগ দেন।


এছাড়া তিনি ১৯৮৯ সনে বিভাগীয় প্রকৌশলী, ২০০১ সালে পরিচালক, ২০০৯ সালে প্রধান কর্মাধ্যক্ষ এবং ২০১২ সালের ৬ নভেম্বর থেকে বিটিসিএলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


(ঢাকাটাইমস/৩০ জুন/এজে)