অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৪ ২০:১২:১১

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মঈন উদ্দিনকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের (অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হিসেবে বদলির আদেশাধীন) অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহেরকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পি ডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।
পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (অতিরিক্ত সচিব) মো. আলমগীরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) রূপন কান্তি শীলকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পি ডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের (অতিরিক্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় হিসেবে বদলির আদেশাধীন) অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/এজে)