প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুলাই, ২০১৪ ১৬:৪৪:০৪
ঢাকা: টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শোয়াইব আহমাদ খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এ ন্যস্ত করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সারোয়ার হোসেনকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামানকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ জুলাই/এজে)