logo ০৮ মে ২০২৫
উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৪ ১৮:০৪:২৯
image

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম মাহবুবুর রহমান জোয়ার্দারকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জেনারেল ম্যানেজার পদে বদলির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক (উপ-সচিব) মোস্তাক আহমেদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব পদে বদলি লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক পদে বদলির লক্ষ্যে পরিকল্পনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।


মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) রনজিৎ কুমারকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব পদে বদলির লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।


কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেট এর ম্যানেজার (উপ-সচিব) এস এম রইছ উদ্দিন আহমেদকে খুলনা রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক পদে বদলির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।  


প্রত্নতত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. মকবুল হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক পদে বদলির লক্ষ্যে সড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপ-সচিব) ড. মো. বশিরুল আলমকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ডেপুটি ম্যানেজার পদে বদলির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


পাওয়ার সেক্টর ক্যাপাসিটি ডেভলেপমেন্ট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) শেখ ফয়েজুল আমীনকে Sustainable and Renewable Engergy Development Authority (SREDA) এর সচিব পদে বদলির লক্ষ্যে বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেনকে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে বদলির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।   


পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) অমল কৃষ্ণ মন্ডলকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক পদে বদলির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম নাজমুন নাহার মান্নুকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে বদলির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম তাহমিদা আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জেনারেল ম্যানেজার (উপ-সচিব) মো. আব্দুল জলিলকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (উপ-সচিব) মো. সোলায়মান মন্ডলকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


জাতীয় মহিলা সংস্থার ‘জাতীয় মহিলা সংস্থা জেলা কমপ্লেক্স’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) শশাঙ্ক শেখর ভৌমিককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত) পদে নিয়োগ করা হয়েছে। 


খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল মান্নানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুল ইসলামকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) বেগম নুরুন আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হয়েছে।


গুচ্ছগ্রাম (সিভিআরপি) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারীকে অর্থ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) আহমেদ ফয়সাল ইমামকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/৭ জুলাই/এজে)