প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুলাই, ২০১৪ ১৭:৪২:০৭

ঢাকা: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম মনোয়ারা বেগমের চাকরি যোগদানের তারিখ হতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে স্থায়ী করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ শামীম বেপারীর চাকরি যোগদানের তারিখ হতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে স্থায়ী করা হয়েছে।
কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ওমর ফারুককে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমকে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আনসারুজ্জামানকে পরবর্তী পদায়নের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম আলেয়া খাতুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকীকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. দৌলতুজ্জামান খানকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামানকে সেলিমকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফরকে বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম সাগরিকা নাসরিনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে আজীমকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩ জুলাই/এজে)