ঢাকা: মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব পদে বদলির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরশাদুল হককে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইন কর্মকর্তা পদে বদলির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) মহাব্যবস্থাপক মোহাম্মদ মুনীর চৌধুরীকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কোম্পানি সচিব পদে নিয়োগের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব পদে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) ড. জিয়াউল আবেদীনকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক পদে বদলির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বলাই কৃষ্ণ হাজরাকে ঢাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক পদে বদলির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, যশোরের পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. ফজলুল বারীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. মাহমুদুল হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কোম্পানি সচিব ড. মোহাম্মদ আমিনকে পরিকল্পনা বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম ফারাহ শাম্মীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. ইয়ামিন চৌধুরীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
অর্থ বিভাগের উপ-সচিব স্বপন কুমার ভৌমিককে পরিকল্পনা বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
গুচ্ছগ্রাম প্রকল্পের (সিভিআরপি) উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) বেগম মাহবুবা ফারজানাকে অর্থ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. মফিদুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা (উপ-সচিব) পদে নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ জুলাই/এজে)