জ্বালানি ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৪ ১৪:৪০:৩২
ঢাকা: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক।
অপরদিকে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে নতুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দুই অতিরিক্ত সচিব আরাস্তু খান ও মো. শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।
অপর আদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।
ঢাকাটাইমস/১৫জুলাই/এইচআর/এমএম)