যুগ্ম-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৪ ১৬:৪৮:২৭
ঢাকা: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব নুরজাহান বেগম এন ডি সি’কে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ আহসানুল জব্বারকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব সচিব পদে নিয়োগ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব সৈয়দা আফরোজা বেগমকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/এজে)