logo ০৪ মে ২০২৫
দুদকে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৪ ১৫:৫২:২২
image

ঢাকা: যুব উন্নয়নের মহাপরিচালক হুমায়ুন খালেদকে দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বদলি করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক আদেশ বদলির আদেশ দেয়া হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাজিমউদ্দিন চৌধুরীকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আখতার হোসেন ভূঁইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগকৃত অতিরিক্ত সচিব মো. জহির উদ্দিন আহমেদ এন.ডি.সিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং সাভারের এমডিএস, বিপিএটিসি বেগম শাহীন আহমেদ চৌধুরীকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ফারুক আহমেদকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) মো. নেপুর আহমেদকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক জাবেদ আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক।


বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক সহিদুল ইসলামকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক প্রিয় জ্যোতি খীসাকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) এস এম আবু তাহেরকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম পারভীন আখতারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক মো. মনিরুজ্জামানকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



(ঢাকাটাইমস/২০জুলাই/এমএম/এজে)