মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৪ ১৭:৩৫:১৯

ঢাকা: ময়মনসিংহের হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জন কেনেডি জাম্বিলকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) (নন-ক্যাডার) পেয়ার আহমদকে আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পদে স্ববেতনে প্রেষণে নিয়োগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. শামসুল আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. জহুরুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ মনিরুজ্জামান ভূঞাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্স কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজমুল হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপ-পরিচালক বেগম মিলিয়া শারমিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ জুলাই/এজে)