logo ০৫ আগস্ট ২০২৫
ডাক ও টেলিযোগাযোগ সচিবের একান্ত সচিব আবু বকর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৪ ১৭:০৬:৫৫
image

ঢাকা: সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিককে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. আব্দুল ওয়াহাব রাশেদকে বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।


টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শোয়েব আহমদ খানকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন সেফটি স্পেশাল অফিসার পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মুহা. মাহবুবর রহমানকে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদিল করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৪ জুলাই/এজে)