শাহাবুদ্দিনকে ওয়াশিংটনে ইকনমিক মিনিস্টার পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৪ ১৭:৪৫:৩৬

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং এর ইকনমিক মিনিস্টার পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং এর ইকনমিক কাউন্সেলর পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোসা. তাজকেরা খাতুনকে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং এর ইকনমিক কাউন্সেলর পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুব আলমকে বেলজিয়ামের ব্রাসেলস এ বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং এর প্রথম সচিব (ইকনমিক) পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ে উপ-সচিব মো. হাসান সারওয়ারকে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের সদস্য পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/এজে)